যদি পারো বাজিয়ো একটু ভৈরবী জল রেখে
সিক্তে সাজিয়ো অধিক তোমার থেকে।
যদি জানো আজকে খবর হচ্ছে ইতিহাস
নিজের কন্ঠে শুনে নিও তোমার ইদিপাস।
যদি পারো দিও এঁকে পূর্বে সূর্য ডোবে
আমার দিকেই মুখ ফিরিয়ে যখন তুমি শোবে!
যদি পারো হ’তে একটু মৎস কুমারী
ধুলোর ভেতর উড়ছে ফানুস সে তো আমারই।
তোমার ইদিপাস
Categories: